ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডিতে বিজয়ী কুড়িগ্রাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ৬, ২০১৮
বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডিতে বিজয়ী কুড়িগ্রাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়

ঢাকা: মাদারীপুর জেলাকে হারিয়ে বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডিতে বিজয়ী হয়েছে কুড়িগ্রাম জেলা। প্রতিযোগিতার ফাইনালে মাদারীপুর জেলাকে ২২ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে কুড়িগ্রাম।

রোববার (০৬ মে) পল্টন শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধে ৭ পয়েন্টে এগিয়ে যায় কুড়িগ্রাম। শেষপর্যন্ত লড়াই করেও পরাস্ত হয় মাদারীপুর।

খেলায় ৩টি লোনাসহ ৫৮ পয়েন্ট অর্জন করে কুড়িগ্রাম। আর মাদারীপুর অর্জন করে ১টি লোনাসহ ৩৬ পয়েন্ট।  

তিন দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় দুই গ্রুপে মোট ৮টি জেলা থেকে ৮টি দল অংশগ্রহণ করে। সেমিফাইনালে খুলনাকে হারিয়ে মাদারীপুর এবং সিলেটকে হারিয়ে কুড়িগ্রাম জেলা ফাইনালে উঠে।

ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লি. ও সুন্দরবন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কমপ্লেক্স লি. এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর ফারুক রিজভি এবং বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লি. এর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এম এম জসিম উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

প্রতিযোগিতায় বিজয়ী দল পায় এক লাখ টাকার প্রাইজমানি।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এমএইচএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।