বুধবার (৯ মে) ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের টার্ফে কম্পাউন্ড মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে দারুণ চমক দেখিয়েছেন রোকসানা আক্তার। গেলো বছরের চ্যাম্পিয়ন ইরাকের ফাতিমাহ আল মাসাদানিকে ১৩৬-১৩৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন বাংলাদেশের এই আর্চার।
কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টের দুই প্রতিযোগীই বাংলাদেশের হওয়ায় স্বর্ণ ও রূপা আগেই স্বাগতিকদের জন্য নিশ্চিত ছিল। ১৪০-১৩৪ পয়েন্টে আবুল কাশেম মামুনকে হারিয়ে সেরা হয়েছেন অসীম কুমার দাস। প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণ জয়ের উচ্ছ্বসিত অসীম।
পুরুষ রিকার্ভের দলগত বিভাগে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি নেপাল। রোমান-তামিমুল ইসলাম ও ইব্রাহিম শেখে গড়া দল ৫-১ সেট পয়েন্টে জিতে সেরা হয়। এছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ইরাককে ২২৫-২০৫ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ। দলের হয়ে খেলেন অসীম, মামুনও আশিকুজ্জামান অনয়।
কম্পাউন্ড মেয়েদের দলগত ইভেন্টের ফাইনালে মরক্কোকে ২১৬-১৫২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। স্বর্ণ জয়ী এই দলের সদস্য ছিলেন রোকসানা-বন্যা-রিতু আক্তার। এছাড়া রিকার্ভ মেয়েদের দলগত বিভাগে দারুণ লড়াইয়ের পর নাসরিন আক্তার-বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলায় গড়া বাংলাদেশ দল ৫-৪ সেটে আজারবাইজানের কাছে হেরে রুপা পায়।
রিকার্ভ মিশ্র দলগত বিভাগে রোমান-নাসরিন জুটি তুরস্কের জুটির কাছে ৫-১ ব্যবধানে হেরে রুপা পেয়েছে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ইরাকের কাছে ১৪৬-১৪৩ পয়েন্টে হেরে রুপা পায় রোকসানা-অসীমে গড়া বাংলাদেশ দল।
বাংলাদেশ সময়: ২০৩৩, মে ০৯, ২০১৮
এমকেএম/এএ