ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভিয়ারিয়ালকে হারিয়ে রেকর্ডের আরও কাছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৮
ভিয়ারিয়ালকে হারিয়ে রেকর্ডের আরও কাছে বার্সা ডেম্বেলের গোল উদযাপন

ঢাকা: অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো কাতালান জায়ান্ট বার্সেলোনা। ভিয়ারিয়ালকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে ক্যাম্প ন্যু ছেড়েছে লিওনেল মেসিরা।

পুরো ম্যাচেই নিজেকে উজাড় করে দেওয়া উসমান ডেম্বেলে করেছেন জোড়া গোল। ছন্দে থাকা মেসিও গোল পেয়েছেন।

শুধু মেসিই নয়, চলতি লা লিগা মৌসুমের পুরোটা জুড়েই যেন উড়ছে বার্সা। এরই মধ্যে শিরোপা ঘরে তুলে নিয়েছে। বাকি আছে শুধু অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছোঁয়া। বুধবার রাতে সে পথেই এগিয়ে গেছে আরও এক ধাপ। বাকি দুই ম্যাচে লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হার এড়াতে পারলেই ৩৮ ম্যাচের লা লিগায় প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে বার্সা।
 
প্রথমার্ধের শুরুর দিকেই ফিলিপে কুতিনহো ও পাওলিনিয়োর গোলে এগিয়ে যায় বার্সা। আর শেষের দিকে এসে সেই ব্যবধান আরও বাড়িয়ে নেন মেসি। আর ম্যাচের শেষ দিকে জোড়া গোল করেন ডেম্বেলে। ১১তম মিনিটে কুতিনহোর গোলটি অ্যাসিস্ট করেন ফরাসি ফরোয়ার্ড ডেম্বেলে। এরপর ১৬ মিনিটে ইনিয়েস্তার রক্ষণচেরা পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে ডান দিকে বল বাড়ান লুকাস দিনিয়ে। অনায়াসে লক্ষ্যভেদ করেন পাওলিনিয়ো।
 
ম্যাচের প্রথমার্ধের শেষে দিকে ৪১তম মিনিটে ডেম্বেলের কাটব্যাক করা বল পেয়েও সুযোগ হারান মেসি। তবে সেই ভুল সুধরে নেন ৪৫তম মিনিটে। দারুণ নৈপুণ্যে বল পাঠান গোলবারে। পিছনে ইনিয়েস্তাকে বল বাড়িয়ে দ্রুত ছয় গজ বক্সের মুখে ছুটে গিয়ে ফিরতি পাস পেয়ে নিচু শটে গোলটি করেন আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে লিগে এটি মেসির ৩৪তম গোল।

মাঠে দুই দলের খেলোয়াড়রাপ্রথমার্ধে তিন গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়া ভিয়ারিয়াল বিরতির পর আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৪তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। ম্যাচের ৬১তম মিনিটে ক্যাম্প ন্যু-তে শেষবারের মতো নামা ইনিয়েস্তাকে তিলে নেন কোচ। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অধিনায়ককে শ্রদ্ধা জানায়।
 
৮৭তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন ডেম্বেলে। আর ম্যাচের অতিরিক্ত তিন মিনিট সময়ের শেষ মুহূর্তে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন ডেম্বেলে।

৩৬ ম্যাচে ২৭তম জয় পাওয়া চ্যাম্পিয়ন বার্সেলোনা বর্তমানে আছে ৯০ পয়েন্টে। ষষ্ঠ স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৫৭।
 
স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী শিরোপা নিশ্চিত করা দল হিসেবে ম্যাচের শুরুতেই বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দেয় ভিয়ারিয়াল।
 
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমকেএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।