বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার (২৮ জুলাই) প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে ছেলেদের ২০০ মিটারে ২১ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জহির রায়হান। তিনি সেনাবাহিনীর শরীফুল ইসলামকে হারিয়ে স্বর্ণ জেতেন।
তবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয় মেয়েদের ২০০ মিটারে। শিরিন আক্তার ও সোহাগী আক্তারের লড়াইয়ে শেষ পর্যন্ত সেরা হন সোহাগী। দু’দজনই সেনাবাহিনীর। ৪০০, ৮০০, ১৫০০ এবং ৩০০০ মিটারে জিতে এই আসরে সেরা অ্যাথলেট হয়েছেন সেনাবাহিনীর সুমী আক্তার।
৪১ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীকে ছেলেদের ১০০ মিটার রিলেতে মেজবাহ-রউফ-শাহ ইমরান-এম ইসমাইল স্বর্ণ এনে দেন । অন্যদিকে মেয়েদের ১০০ মিটার রিলেতে এই নৌবাহিনীর মেয়েরা ৪৮ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন। শিরিন-সোহাগী-তামান্না-আইরিন ছিলেন এই ট্র্যাকে। এদিকে ছেলেদের পোল ভল্টে সেনাবহিনীর রাকিব প্রধান (৩ দশমিক ৯০ মিটার), মেয়েদের ৩০০০ মিটারে একই দলের সুমী (১১ দশমিক ৪০ মিনিট), মেয়েদের জ্যাভলিন থ্রোয়ে সেনাবাহিনীর পাপিয়া আক্তার (৩৮ দশমিক ৮৫ মিটার), ছেলেদের শটপুটে নৌবাহিনীর এম ইব্রাহিম (১৪ দশমিক ২১ মিটার), ৫০০০ মিটারে বিজেএমসির মোহাম্মদ ইলাহী (১৭ মিনিট ৫১ দশমিক ৫৮ সেকেন্ড) সেরা হয়েছেন।
২ মিনিট ৩১ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ৮০০ মিটারে সেনাবাহিনীর সুমী আক্তার আর ছেলেদের ৮০০ মিটারে নৌবাহিনীর রকিবুল হাসান বাকী ১ মিনিট ৫৫ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। ১৫০০ মিটারে নৌবাহিনীর রাকিবুল ইসলাম (৪ মিনিট ১১ দশমিক ৪০ সেকেন্ড), মেয়েদের ১৫০০ মিটারে সেনাবাহিনীর সুমী আক্তার (৫ ঘণ্টা ১৯ দশমিক ৭০ মিনিট) সেরা হয়েছেন। যেখানে ছেলেদের ম্যারাথনে সেনাবাহিনীর মো. নুরুজ্জামান (২ ঘণ্টা ৫০ দশমিক ১০ মিনিট) সেরা হয়েছেন।
১৫ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে নৌবাহিনীর তামান্না আক্তার জিতেছেন। ৪০০ মিটারে সেনাবাহিনীর সুমী আক্তার (৫৭ দশমিক ৯০ সেকেন্ড), ছেলেদের ৪০০ মিটারে বিকেএসপির জহির (৪৮ দশমিক ১০ সেকেন্ড), ১১০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর মির্জা হাসান (১৪ দশমিক ৯০ সেকেন্ড) সেরা হন। ছেলেদের হাইজাম্পে নৌবাহিনীর মাহফুজুর রহমান (২ দশমিক ০৭ মিটার) প্রথম হয়ে স্বর্ণ জেতেন। আর ছেলেদের ট্রিপল জাম্পে সেনাবাহিনীর আল আমিন (১৪ দশমিক ৫২ মিটার), মেয়েদের শটপুটে বাংলাদেশ আনসার ও ভিডিপির শ্রাবণী মল্লিক (১১ দশমিক ৫৮ মিটার)। বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৮
এমএমএস