মাত্র ২৫ বলে ৩৬ রানের এক ইনিংসে বাংলাদেশের স্কোর পৌঁছে দিয়ে গেছেন ২৫৩ তে।
সাধারণত তিনি ৬ কিংবা ৭ নম্বরে ব্যাট হাতে নামলেও শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে নেমে গেলেন ৪ নম্বরে।
তিনি এসে যে ঝড় দেখালেন আউট হয়ে ফেরার আগে বাংলাদেশকে রেখে গেলেন ফাইটিং স্কোরে।
৩৬ রানের ভেতর ২০ রানই এসেছে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে। চারটি চার ও একটি ছয়ে বাংলাদেশের সমর্থকদের মাতিয়ে রেখেছেন পুরোটা সময়।
তামিম ইকবালের সেঞ্চুরি ও মাশরাফির ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০১ রানে নিজেদের ইনিংস শেষ করেছে। জয়ের জন্য ৩০২ করতে মাঠে নেমেছে স্বাগতিকরা।
এর আগে শনিবার দিনের শুরুতে সেইন্ট কিটসে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। টাইগাররা প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ওডিআই হেরে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। তবে এ ম্যাচ জিতলে বিদেশের মাটিতে দীর্ঘ নয় বছর পর সিরিজ জয়ের অপেক্ষার অবসান হবে সাকিব-তামিমদের।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমকেএম/টিএ