তিন মাসের বেশি সময় আগে শ্যুটারদের অনলাইন নিবন্ধনের জন্য ছবি জমা দিতে বলে এনআরএআই। তিনমাস যখন নিবন্ধনের কাজ হাতে নেয় অ্যাসোসিয়েশন তখন দেখা যায় বেশিরভাগ সদস্যই দিয়েছেন সেলফি।
এসব সেলফির বেশিরভাগই রাস্তায়, শপিং মলে, বন্ধুদের সঙ্গে আড্ডায় তোলা। এমন ছবি দিয়ে কীভাবে একজন খেলোয়াড়ের আইডি কার্ড তৈরি হয় সেটাই ভেবে পাচ্ছে না এনআরএআইয়ের। একজন খেলোয়াড় কীভেবে এত বড় ভুল করতে পারে তাই ভেবে পাচ্ছে না এনআরএআইয়ের কর্তারা।
রেগে খেলোয়াড়দের হুঁশিয়ারি দিয়েছে অ্যাসোসিয়েশন। ভবিষ্যতে অফিশিয়াল কোনো কাজে কোনো প্রকার সেলফি ব্যবহার হলে সামতিকভাবে এই অ্যাসোসিয়েশন থেকে নিষিদ্ধ করা হবে শ্যুটারদের।
হুঁশিয়ারি দিয়ে এনআরএআইয়ের এক কর্মকর্তা লিখিত বিবৃতিতে বলেছেন, অনেকদিন থেকে দেখা যাচ্ছে যে শ্যুটাররা তাদের নিবন্ধনে ঠিক ছবি ব্যবহার করছেন না। এখন থেকে সেলফি কিংবা উল্টোপাল্টা ছবি গ্রহণ করা হবে না। পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করতে হবে। এর ব্যতিক্রম হলে খেলোয়াড়দের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এমকেএম