এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিরা। ফাইল ছবি: বাংলানিউজ
শুরু হচ্ছে এশিয়ান গেমসের ১৮তম আসর। শনিবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে এই আসরের।
৪৫টি দেশ নিয়ে আয়োজিত হচ্ছে এবারের এশিয়ান গেমস। জাকার্তার পাশাপাশি গেমস পেলামবাং শহরেও থাকবে এর বেশ কয়েকটি ইভেন্ট।
অলিম্পিকের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাল্টিস্পোর্টস ইভেন্ট এই এশিয়ান গেমস। অনেকে কাছে এটি মিনি অলিম্পিক নামেও পরিচিত। নিয়ম করে অলিম্পিকের দু বছর আয়োজন করা হয় এশিয়ান গেমস। অনেকে একে অলিম্পিকের প্রস্তুতি হিসেবেও দেখেন।
২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এবারের আসরে মোট ১৪ ডিসিপ্লিনে ৮৬জন পুরুষ ও ৩১ জন নারীসহ ১১৭ জন বাংলাদেশি অ্যাথলেট অংশ নেবেন। ১৪ ডিসিপ্লিনি হলো, ফুটবল, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোয়িং ও আর্চারি। এশিয়াডে লাল-সবুজের পতাকা বহন করবেন মাবিয়া আক্তার সীমান্ত।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।