এশিয়ান গেমস কাবাডিতে মঙ্গলবার (২১ আগস্ট) শ্রীলঙ্কাকে হারিয়ে পদক জেতার আশা জিইয়ে রেখেছে পুরুষ দল। তবে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে জাকির-মাসুদদের।
ভারতের বিপক্ষে ৫০-২১ পয়েন্টের বিশাল ব্যবধানে হেরে মিশন শুরু করা বাংলাদেশ কাবাডি দল পরের ম্যাচে ৩৪-২২ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে দেয়।
আগামী বুধবার (২২ আগস্ট) বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, যারা ভারতকে ২৪-২৩ পয়েন্টে হারিয়ে দিয়েছিল।
এদিকে বাংলাদেশের নারী দল কাবডিতে কোনো জয়ের দেখা না পেয়ে শূন্য হাতে দেশে ফিরছে। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪৩-২২ পয়েন্টে, দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ৪৭-১৯ পয়েন্টে আর দক্ষিণ কোরিয়ার কাছে ৫১-২৫ পয়েন্টে হেরে গেছে নারী কাবাডি দল।
অথচ নারী কাবাডি দল ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয় করেছিল।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এমএইচএম