অজি ক্রিকেট তারকা ব্র্যাডম্যান ‘দ্য ডন’ নামেও পরিচিত। ১৯০৮ সালের এই দিনে নিউ সাউথ ওয়েলসের বাউরালে জন্মগ্রহণ করেন তিনি।
১৯ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ‘বাউরালের বিস্ময় বালক’ ব্র্যাডম্যানের। এরপর ক্রিকেট দুনিয়া সেই বিস্ময় বালকের দুর্দান্ত পারফরমেন্সে বিস্মিত হয়। ৫২ টেস্ট ম্যাচে তার মোট রান ৬৯৯৬, গড় রান ৯৯.৯৪। টেস্ট ক্রিকেটে সাধারণত ৫০ এর উপরে গড় থাকা ব্যাটসম্যানদের গ্রেট বলা হয়। সেখানে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ৯৯.৯৪।
২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এএইচ/এএ