বুধবার (১০ এপ্রিল) প্রতিষ্ঠানটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ মার্চ দেশব্যাপী ৬৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৬৬৫ জন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ ’ স্লোগানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের-২০১৯ ফাইনাল রাউন্ড।
পোলার আইসক্রিম তাদের করপোরেট-সামাজিক দায়বদ্ধতা থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত এ আয়োজন সফল ও সবার জন্য উপভোগ্য করে তুলতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং খেলাধুলার মাধ্যমে দেহ-মন ভালো রাখার গুরুত্ব যুব সমাজের কাছে তুলে ধরার জন্য প্রতিযোগীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্যেও পোলার আইসক্রিম নিয়ে এসেছে বিশেষ কিছু আয়োজন।
গত ২৯ মার্চ সকাল ১০টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও পোলার আইসক্রিমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
ওএইচ/