ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ট্র্যাক ছেড়ে ফুটবলে সেমেনিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
ট্র্যাক ছেড়ে ফুটবলে সেমেনিয়া ক্যাস্টের সেমেনিয়া: ছবি-সংগৃহীত

দৌড়বিদদের হয়তো দ্বিতীয় পছন্দের খেলা ফুটবল। বিশ্বের সেরা স্প্রিন্টার উসাইন বোল্টের ফুটবল প্রীতির কথা তো সর্বজনবিদিত। ১০০ এবং ২০০ মিটারের দৌড়ে রেকর্ড গড়া এই জ্যামাইকান তারকা ট্র্যাক ছেড়ে ফুটবলও খেলেছেন। এবার তার দেখানো পথে নামছেন আরেক দৌড়বিদ ক্যাস্টের সেমেনিয়া। 

নারীদের ক্ষেত্রে ৮০০ মিটারের দৌড়ে দুবারের অলিম্পিক স্বর্ণজয়ী সেমেনিয়া ট্র্যাক ছেড়ে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ফুটবল দল জেভিডব্লিউ এফসি’তে। ট্র্যাক ছেড়ে ফুটবলেই পরের অধ্যায় শুরু করতে চান বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন এই দক্ষিণ আফ্রিকান তারকা।

ইতোমধ্যে ক্লাবটির অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি।

নারী হয়েও শারীরিকভাবে পুরষ গড়নের জন্য ট্র্যাকে বিভিন্ন সময় বিতর্কিত হয়েছেন সেমেনিয়া। যার কারণে এবার তিনি অংশ নিতে পারছেন না চলতি মাসে দোহাতে হতে যাওয়া ৮০০ মিটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে।  

টেস্টোস্টেরন হ্রাসকারী ড্রাগ না নেওয়ায় সেমেনিয়াকে প্রতিযোগিতায় অংশ নিতে দিচ্ছে না অ্যাথলেটিকস গভর্নিং বডি-আইএএফ। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষত্বের জন্য দায়ী প্রধান স্টেরয়েড হরমোন। অবশ্য আইএএফের এই সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি আইনি মামলাও চালিয়ে যাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর, ০৬, ২০১৯
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।