ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘কোরিয়া কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
‘কোরিয়া কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ সম্পন্ন সিনিয়র মেয়ে বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে রাউজান তায়কোয়ানডো অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এর উদ্যোগে ও দক্ষিণ কোরিয়া দূতাবাসের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়েছে ‘কোরিয়া কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০১৯’।

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে শনিবার (৭ সেপ্টেম্বর) তিনদিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন কোরিয়া দূতাবাসের  রাষ্ট্রদূত মি. হু কাং ইল।

সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এর সভাপতি মোর্শেদ হোসেন কামাল। উপস্থিত সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা সহ ফেডারেশনের কর্মকর্তা ও সদস্যরা।

চূড়ান্ত পর্বে ফাইট ক্যাটাগরীতে (সিনিয়র পুরুষ বিভাগ) বাংলাদেশ সেনাবাহিনী ৯টি স্বর্ণ ও ৬টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি তাম্র পদক পেয়ে রানার আপ হয়। সিনিয়র মেয়ে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাউজান তায়কোয়ানডো অ্যাসোসিয়েশন, পেয়েছে ডটি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক। রানার আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পেয়েছে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য পদক।

জুনিয়র পুরুষ বিভাগে সিরাজগণ্জ জেলা ক্রীড়া সংস্থা ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে রানার আপ হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। জুনিয়র মহিলা বিভাগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং সিরাজগণ্জ জেলা ক্রীড়া সংস্থা ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি তাম্র পদক পেয়ে রানার আপ হয়েছে। জুনিয়র সম্মিলিত পুমসে ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

প্রতিযোগিতায় ১২টি জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সার্ভিসেস সংস্থা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬০০জন তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।