ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

খেলা

বাদল রায়ের মৃত্যুতে ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়েছে

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, নভেম্বর ২৩, ২০২০
বাদল রায়ের মৃত্যুতে ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়েছে বাদল রা‌য় ও জিএম কাদের

ঢাকা: জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

রোববার (২২ নভেম্বর) এক শোক বার্তায় প্রয়াত বাদল রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, বাদল রায় বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে যেমন জাতীয় দলের হয়ে নৈপূণ্য দেখিয়েছেন, তেমনি ক্লাব ফুটবলের হয়েও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা হিসেবেও সাফল্যে পেয়েছেন তিনি। বাদল রায়ের মৃত্যুতে বাফুফের অপূরণীয় ক্ষতি হয়েছে।  

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০ 
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।