ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন মাবিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন মাবিয়া

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তোলন ইভেন্টে নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণীতে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার সীমান্ত।

তিনি স্ন্যাচে রেকর্ড ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ১০১ কেজি মোট ১৮১ কেজি ভার তুলে স্বর্ন পদক জিতেন।

এর আগে ২০১৬ সালে ভারতের শিলং-গুয়াহাটিতে এসএ গেমসের দ্বাদশ আসরে প্রথম সোনার পদক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভারোত্তোলনে নতুন এক দিগন্তের সূচনা করেছিলেন মাবিয়া।

সেবার ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি তুলেছিলেন মাবিয়া।

এর মাঝে ২০১৫ সালে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ সিনিয়র ও জুনিয়রে রৌপ্য পদক এবং যুব কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন মাবিয়া।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।