ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশ্বকাপ আর্চারিতে নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মে ২২, ২০২১
বিশ্বকাপ আর্চারিতে নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী

নীলফামারী: সুইজারল্যান্ডের লুজানে চলমান বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশের হয়ে জায়গা করে নিয়েছেন দিয়া সিদ্দিকী ও রোমান সানা জুটি। এ জুটির মধ্যে নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী।

তিনি বাংলাভিশন নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর বড় মেয়ে।

ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে হারিয়েছেন বাংলাদেশের এই দুইজন। রোববার (২৩ মে) সোনার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

নীলফামারীর পাইকপাড়ার মধ্য হারওয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক নূর আলম সিদ্কিী ও শাহনাজ বেগম দম্পতির দুছেলে ও এক মেয়ের মধ্যে বড় দিয়া সিদ্দিকী। নীলফামারী আনন্দ নিকেতন স্কুলে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা চালিয়ে যান। দিয়া শিক্ষকের পরামর্শ অনুযায়ী নিয়মিত অনুশীলন করেন। তার পরিশ্রম সুফল বয়ে আনে।

পরবর্তীতে বিকেএসপিতে ভর্তি হয়ে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে ঐ প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০১৯ সালে ইসলামিক সলিডারিটি আর্চারী আন্তর্জাতিক আসরে দিয়া সিদ্দিকী প্রথম স্বর্ণ জয় করেন।

তার বাবা নূর আলম সিদ্দিকী জানান, দিয়া আর্চারিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে যা গোটা দেশের জন্য গর্ব। দিয়া সিদ্কিী ও রোমান সানা জুটি যেন বাংলাদেশের হয়ে সোনা জিততে পারে তার জন্য দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ২২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।