১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী ও বিশ্ব চ্যাম্পিয়ন জশুয়া চেপটেগাইকে হারিয়ে সোনা জিতেছেন ইথিওপিয়ার সেলেমন বারেগা।
শুক্রবার টোকিও অলিম্পিকসের অ্যাথলেটিকসে প্রথম পদক নির্ধারণী ইভেন্টে ২৭ মিনিট ৪৩ দশমিক ২২ সময় নিয়ে সেরা হন বারেগা।
শেষ ল্যাপের আগ পর্যন্ত অবশ্য এগিয়ে ছিলেন জশুয়া। কিন্তু শেষ ল্যাপ শুরু হতেই গতি বাড়িয়ে দেন বারেগা। পরে মাত্র ৫৩ সেকেন্ডে শেষ ধাপ পার করে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নকে চমকে দেন ২১ বছর বয়সী অ্যাথলেট।
উগান্ডার জশুয়া রুপা জেতার পথে সময় নেন ২৭ মিনিট ৪৩ দশমিক ৬৩ সেকেন্ড। আর ব্রোঞ্জ জিতেছেন তার স্বদেশী জ্যাকব কিপলিমো।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএইচএম