ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য জেলার সাফল্য: সম্মাননা পেলেন ক্যশৈহ্লা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য জেলার সাফল্য: সম্মাননা পেলেন ক্যশৈহ্লা ক্যশৈহ্লা

বান্দরবান: ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা পেয়েছেন।

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১-এ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা পান ক্যশৈহ্লা।

সম্মাননা পেলেন ক্যশৈহ্লা

জানা গেছে, শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ সাত ক্যাটাগরিতে ১২ জন ক্রীড়া ব্যক্তিত্ব আর প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়। সেখানে আজীবন সম্মাননা পান লিজেন্ড ফুটবলার কাজী সালাহউদ্দিন, সেরা উদীয়মান ক্রীড়াবিদ হিসাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী, দাবা খেলোয়ার ফাহাদ রহমান, চলতি বছর নারী ফুটবল লিগে আতাউর রহমান ভূঁইয়া, মানিক কলেজ একাডেমি ক্লাবের উন্নতি খাতুন এবং সেরা ফেডারেশনের পুরস্কার পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেরা পৃষ্ঠপোষক পায় ওয়ালটন, সেরা ক্রীড়া সাংবাদিক বর্ষীয়ান মোহাম্মদ কামরুজ্জামান আর সেরা সংগঠক হিসাবে মঞ্জুর কাদের ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা।  

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা পাওয়ায় পর বান্দরবানের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ক্যশৈহ্লাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।  

ক্যশৈহ্লা বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।  

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ক্যশৈহ্লাকে ফুলেল শুভেচ্ছা

একজন ক্রীড়াবিদ হিসেবে নিজে খেলাধুলা চর্চার পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন কারাতে টুর্নামেন্টের প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে তিনি পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে আয়োজন করেছিলেন বর্ণাঢ্য এক কারাতে প্রতিযোগিতা। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ কারাতে ফেডারেশন অর্জন করেছে বহু সম্মাননা ও পুরস্কার। সুদক্ষ দক্ষতা আর ক্রীড়াপ্রেমী এই ব্যক্তিতের কারণে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় দিন দিন বাড়ছে আগ্রহী কারাতে খেলোয়াড়ের সংখ্যাও।  

ক্যশৈহ্লা বাংলানিউজকে বলেন, এই সম্মান শুধু আমার নয়, পুরো পার্বত্যবাসীর। আমাদের সবাইকে একযোগে ক্রীড়ার উন্নয়নের জন্য কাজ করতে হবে এবং নতুন নতুন খোলোয়াড় সৃষ্টি করে দেশি ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ায় যোগ্যতা অর্জন করে সাফল্য নিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।