জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে নামল ২০২১ সালের টোকিও অলিম্পিকের পর্দা। পরবর্তী আসরগুলোর মধ্যে ২০৩২ সাল পর্যন্ত হোস্ট দেশগুলো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
লাভরব অবশ্য ২০২০ সালে রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) সাথে রোস্তবে (রাশিয়ান শহর) একটি বৈঠক করেন এবং সেখানেই ২০৩৬ অলিম্পিকের আয়োজক দেশ হওয়ার আগ্রহ প্রকাশ করে আরওসি। দেশটির সংবাদমাধ্যম টিএএসএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানান, ‘এ ব্যাপারে প্রস্তাব তৈরি করা হচ্ছে। আমাদের কিছু শহর এ ব্যাপারে আগ্রহী। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সেন্ট পিটার্সবার্গে হওয়ার। তবে কাজান শহরে হওয়ারও সম্ভাবনা কম নয়। ’
অন্যন্য শহরগুলোর সাথে যদি ২০৩৬ অলিম্পিকে রোস্তবও অংশগ্রহণ করতে চায় তাহলে তাদের দ্রুত জানানোর কথা বলেন লভরব। তিনি বলেন, ‘কয়েকটি শহর ইতোমধ্যে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছে। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই তোমাদের (রোস্তব শহর কর্তৃপক্ষ) জানানো উচিত। ’
ডোট টেস্টে ব্যর্থ হওয়ায় ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) রাশিয়াকে নিষিদ্ধ করায় ২০৩২ সালের প্যারা অলিম্পিকে বিড করতে পারবে না দেশটি। মস্কো ল্যাবরেটরিতে মাদকের ভুল তথ্যের কারণে রাশিয়াকে নিষিদ্ধ করে সংস্থাটি। এ কারণে সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে দেশটির অ্যাথলেটরা রাশিয়ার পতাকা নিয়ে অংশগ্রহণ করতে পারেনি। যদিও পরবর্তীতে রাশিয়ান অলিম্পিক কমিটির হয়ে আলাদা পতাকা নিয়ে অংশগ্রণ করার অনুমতি পায় অ্যাথলেটরা।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এমএমএস