ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কিউইদের বিপক্ষে দ্বিতীয় জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
কিউইদের বিপক্ষে দ্বিতীয় জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

দিন শেষে চার রানে জয় তুলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

যেখানে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে থেমে যায় কিউইরা।

এর আগে বুধবার (১ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ১১ বারের দেখায় নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে প্রথমবারের মতো জয় তুলে দেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।