উইম্বলডনের নতুন রানি হলেন এলেনা রিবাকিনা। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি।
ফাইনালে ১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-২, ৬-২ ব্যবধানে জাবেউরকে হারিয়েছেন রিবাকিনা। কাজাখাস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস লিখলেন ১৭ নম্বর বাছাই রিবাকিনা। প্রথম এশিয়ান হিসেবেও উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
জাবেউর এবং রিবাকিনার দু'জনেই জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেতে নেমেছিলেন। ওপেন-যুগে অল ইংল্যান্ড ক্লাবে নারীদের শিরোপা নির্ধারক ম্যাচ খেলেন তারা। এমন ঘটনা আগে দেখেনি উইম্বলডন। কিন্তু হাড্ডাহাড্ডি লড়ই করে ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ হাসি হাসেন রিবাকিনা।
ফাইনালের মতো ম্যাচে রিবাকিনা এক সেটে পিছিয়েও দারুণ ভাবে লড়াইয়ে ফিরে আসেন। তিন সেটের লড়াইয়ে ৩-৬ পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তনে ৬-২, ৬-২ জিতেছেন রিবাকিনা।
বাংলাদেশ সময় : ২২২১, জুলাই ৯, ২০২২
এমএইচবি