ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

খেলা

আর্জেন্টিনাকে গুঁড়িয়ে বিশ্বকাপ নেদারল্যান্ডসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, জুলাই ১৮, ২০২২
আর্জেন্টিনাকে গুঁড়িয়ে বিশ্বকাপ নেদারল্যান্ডসের

নারী হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে তৃতীয়বারের মতো শিরোপাজয়ের স্বপ্ন ভেস্তে গেল আর্জেন্টিনার। রোববার (১৭ জুলাই) রাতে ম্যাচটিতে ৩-১ ব্যবধানে জিতে নবমবারের মতো হকি বিশ্বকাপ নিজেদের করে নিল ডাচ মেয়েরা।

স্পেনের তেরেসায় ম্যাচের প্রথম মিনিটেই ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। কন্তিু গোল করতে ব্যর্থ হয় দলটি। উল্টো দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭তম মিনিটে মারিয়া ভার্সকুরের গোলে এগিয়ে যায় ডাচরা। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডরিক মাতলা। ৩৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ফেলিস আলবারস। ৪৬তম মিনিটে আর্জেন্টিনার হয়ে স্বান্তনাসূচক গোলটি করেন অগাস্টিনা গোরজেলানি।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার মারিয়া গ্রানাত্তো। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি। এছাড়া ৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন অগাস্টিনা গোরজেলানি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।