ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

খেলা

ডেপুটি স্পীকার ফজলে রাব্বীর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, জুলাই ২৩, ২০২২
ডেপুটি স্পীকার ফজলে রাব্বীর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি (ডানে)

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও বাংলাদেশ আওয়মী লীগের প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিমন্ত্রী, মরহুম ফজলে রাব্বী মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ফজলে রাব্বী মিয়া ছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন ও পরিশীলিত রাজনীতিবিদ। তাঁর মৃত্যু এ দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করবে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।