ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

খেলা

কিরিওসের কাছে হেরে স্বপ্নভঙ্গ মেদভেদেভের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, সেপ্টেম্বর ৫, ২০২২
কিরিওসের কাছে হেরে স্বপ্নভঙ্গ মেদভেদেভের

চার সেটের দীর্ঘ লড়াই শেষে গতবারের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে হারিয়ে দিলেন নিক কিরিওস। ফলে মেদেভেদেভের ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ ষোলোতেই থেমে গেল।

নিউইয়র্কে রোমাঞ্চকর এই লড়াই ৭-৬ (১৩-১১), ৩-৬, ৬-৩ ও ৬-২ গেমে জিতে নিয়েছেন ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান টেনিস তারকা কিরিওস। অন্যদিকে এই হারে শীর্ষস্থান হারাতে হবে ২৬ বছর বয়সী রাশিয়ান তারকা মেদভেদেভকে।

কোয়ার্টার ফাইনালে আরেক রাশিয়ান ২৭তম বাছাই কারেন খাচানোভের মুখোমুখি হবেন কিরিওস। স্প্যানিশ দ্বাদশ বাছাই পাবলো কারেনো বুস্তাকে ৪-৬, ৬-৩, ৬-১, ৪-৬ ও ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন খাচানোভ।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।