ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

বাংলানিউজ স্পেশাল

কারাগারের একই কক্ষে সালমান-আনিসুল: আছেন কড়া নজরদারিতে

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, অক্টোবর ১৪, ২০২৫
কারাগারের একই কক্ষে সালমান-আনিসুল: আছেন কড়া নজরদারিতে সালমান এফ রহমান ও আনিসুল হক

ঢাকা: চব্বিশের জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিসহ ৯০ জন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে বন্দী রয়েছেন।

এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান একই কক্ষে অবস্থান করছেন বলে জানা গেছে।

কেরানীগঞ্জ কারাগারের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ বাংলানিউজকে জানান, বর্তমানে সেখানে থাকা বিশেষ বন্দীদের মধ্যে ৭০ জন ডিভিশনপ্রাপ্ত।

কারাগার সূত্র জানায়, বিশেষ বন্দীদের তিনটি পৃথক ভবনে রাখা হয়েছে। প্রতিটি ভবনের বন্দীরা অন্য ভবনের বন্দীদের সঙ্গে দেখা বা যোগাযোগ করতে পারেন না।

সূত্র আরও জানায়, গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ও এমপিরা এখন কারাবিধি মেনে চলছেন এবং তুলনামূলকভাবে সংযত সময় কাটাচ্ছেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করেন, নামাজ পড়েন, বই-পত্রিকা পড়েন এবং ভবনের নিচে হাঁটাহাঁটি করেন।

তবে শুরুতে তারা বেশ খোশ মেজাজে থাকলেও বর্তমানে কারা কর্তৃপক্ষের কড়া নজরদারির মধ্যে রয়েছেন। বিশেষ বন্দীদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মাসে দু’বার শুধু নিকটাত্মীয়— স্ত্রী, সন্তান, পুত্রবধূ, বাবা-মা বা ভাই-বোনদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। আর টেলিফোনে সপ্তাহে একবার ১০ মিনিট শুধু পরিবার ও আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়।  

এক পর্যায়ে কয়েকজন বিশেষ বন্দী কারাগারের ভেতরে গাছ লাগিয়ে পরিচর্যা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে কারা কর্তৃপক্ষ সে অনুমতি দেয়নি।

অন্যদিকে একই কারাগারে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ আরও কয়েকজন প্রভাবশালী বন্দী আছেন।  আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন।

বিশেষ কারাগারে থাকা উল্লেখযোগ্য বন্দীরা
সাবেক মন্ত্রী ও এমপিদের মধ্যে রয়েছেন— আনিসুল হক, সালমান এফ রহমান, ফরহাদ হোসেন, টিপু মুনশি, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, নুরুল ইসলাম সুজন, নুরুজ্জামান আহমেদ, কামাল আবদুল নাসের চৌধুরী, এবি তাজুল ইসলাম, আতিকুল ইসলাম, শামসুল হক টুকু, দীপংকর তালুকদার, ডা. এনামুর রহমান, মাহবুব আলী, জাকির হোসেন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জাহিদ হাসান শামীম, আবুল কালাম আজাদ, মো. শহিদুজ্জামান সরকার, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং ডিবির সাবেক কর্মকর্তা জাবেদ ইকবাল।

উল্লেখ্য, গত বছরের আগস্টে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে একসাথে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এজেডএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।