ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে কুয়াশার লুকোচুরি

মৌলভীবাজার: তীব্র শীতের মাস মাঘ শেষ হতে আর বাকি এক সপ্তাহ। এর মধ্যে শোনা গেছে ঋতুরাজ বসন্তের আগমনী ধ্বনি।

বইতে শুরু করেছে উষ্ণ বাতাস।

প্রকৃতিতে শীতের হিমেল হাওয়া মিলিয়ে গিয়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। রাতে শীতের তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছে।

টানা পরপর তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধরা পড়েছে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। এছাড়াও গত ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি চলতি বছরের শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার (৭ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এবং শনিবার (৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, যথাক্রমে ৭ দশমিক ৬ ডিগ্রি এবং ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস উল্লেখ করে তিনি বলেন, আগামী ৯ বা ১০ ফেব্রুয়ারির দিকে দেশের পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, শ্রীমঙ্গলের তাপমাত্রা আরো কমবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে দিন-রাতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ফেব্রুয়ারি শেষে দেশের ২/১টি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির শেষে সারাদেশের তাপমাত্রা বাড়তে থাকবে।

দেশের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে তুলনামূলকভাবে শীত বেশি অনুভূত হয় বলে জানান এ আবহাওয়াবিদ আবদুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
বিবিবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।