ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নওগাঁয় ঝড়ে ৩ বিঘা জমির কলা গাছের ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
নওগাঁয় ঝড়ে ৩ বিঘা জমির কলা গাছের ব্যাপক ক্ষতি ভেঙে পড়া কলা গাছ। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় হঠাৎ ঝড়ে কলা চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (১৩ মার্চ) দুপুরে জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি সঙ্গে ঝড় হয়েছে।

এতে জেলার মহাদেবপুর উপজেলার পিনতপুর গ্রামের প্রায় তিন বিঘা জমির কলাগাছ দুমড়ে মুচড়ে ভেঙে গেছে।

ক্ষতিগ্রস্ত কলা বাগানের মালিক এরশাদ আলী জানান, তিন বিঘা জমিতে প্রায় এক হাজারের বেশি কলাগাছ ছিলো। আজকের ঝড়ে সব গাছ নষ্ট হয়ে গেছে। ১০ থেকে ১৫ দিন পর গাছ থেকে কলাগুলো কাটার উপযুক্ত হতো। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।