ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পানি কমছে যমুনায়, বাড়ছে কালীগঙ্গা-ধলেশ্বরীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
পানি কমছে যমুনায়, বাড়ছে কালীগঙ্গা-ধলেশ্বরীতে ফাইল ছবি

মানিকগঞ্জ: গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর  পানি ১৩ সেন্টিমিটার কমেছে। তবে জেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া অভ্যন্তরীণ কালীগঙ্গা ও ধলেশ্বরীর নদীর পানি বেড়েই চলেছে।

এখনো পানিবন্দি জেলার চারটি উপজেলার নিম্নাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ।  

পানিবন্দি মানুষজনের মধ্যে ৭ দশমিক ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ৮০ মেট্রিক টন চাল ও এক হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পানির স্তর পরিমাপকরা এ তথ্য নিশ্চিত করেছেন।  

গত ২৪ ঘণ্টায় আরিচা পয়েন্টে যমুনার পানি ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

অন্যদিকে, কালীগঙ্গার পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে এবং ধলেশ্বরীর পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, যমুনার পানি কমে আসতে শুরু করেছে। তবে কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি প্রতিনিয়তই বাড়ছে। আগামী ২৪ ঘণ্টার বন্যার পূর্বাভাসে মানিকগঞ্জে বন্যার পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।