ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির সঙ্গে হওয়া ‘সব কথা’ বলতে চান না তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
মাশরাফির সঙ্গে হওয়া ‘সব কথা’ বলতে চান না তাসকিন

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকা ডমিনেটরসের ম্যাচ ছিল সেদিন। এরপর দেখা গেল অদ্ভূত সুন্দর এক দৃশ্য।

তাসকিন আহমেদের সঙ্গে মাশরাফি বিন মুর্তজা ও কার্টলি অ্যামব্রোস। তাদের কথা হয়েছে দীর্ঘক্ষণ। তাসকিনকে দেখা গেছে মনোযোগী শ্রোতা হিসেবেই।

তাকে নানারকমের টিপস দিয়েছেন কার্টলি অ্যামব্রোস। তাসকিনের সঙ্গে মাশরাফির সম্পর্কটাও দারুণ। তাদের মধ্যে কথাও হয় নিয়মিত। কী আলাপ হয়? জানতে চাইলে তাসকিন মঙ্গলবার চট্টগ্রামে বলছিলেন, ‘সব কথা তো বলার দরকার নাই...। ভেতরে আছে কিছু কথা। টিপস নেই এই আর কী। ’

এবারের বিপিএলেও দারুণ করছেন মাশরাফি বিন মুর্তজা। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। তার দলও জয় হেরেছে কেবল একটি। তাসকিনের কাছে কি এমন কিছু চমক? এই পেসার বলছেন, মাশরাফির অভিজ্ঞতা সাহায্য করছে তাকে।

তিনি বলেন, ‘উনার যে লেভেলের অভিজ্ঞতা। ২০-২২ বছর ধরে টপ লেভেলের ক্রিকেট খেলেছেন। এজন্য উনি কী করবে এটা ব্যাটাররা জানা সত্ত্বেও মারতে পারে না। এত সুন্দর, একিউরিসি বা কাটারটা এত ইফেক্টিভ! উনার মতো কিংবদন্তিকে ব্যাখ্যা করার আমার কাছে নাই। ’

তাসকিন এবার খেলছেন ঢাকা ডমিনেটরসের হয়ে। পাঁচ ম্যাচ খেলে তারা জিতেছে কেবল একটিতে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভারে ১২ রান খরচ করে এক উইকেট নেন তাসকিন। তবুও জিততে পারেনি তার দল। তাসকিনের কি নিজেকে দুর্ভাগা মনে হয়?

তাসকিন বলেছেন, ‘আসলে প্রসেসের বাইরে তো কিছুই করার নাই। জিতি বা হারি। টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন, একদিন অনেক ভালো হবে, একদিন একটু খারাপ হবে। হয়তো অন এভারেজ মোটামুটি ভালো হবে। ম্যাচের পর হয়তো ফল আসবে, জয় অথবা হার। পরেরদিন আবার সূর্য উঠবে। আবার প্রসেসেই থাকতে হবে। নিজের কাজগুলো করতে হবে। দুর্ভাগা ভাবার কোনো কোনো সুযোগ নেই। হার বা জয় থাকবেই, তবে নিজের লক্ষ্য ও প্রসেস নিয়ে এগিয়ে যেতে হবে। ’

‘যারা আমাদের কোচ আছে। সবারই বেসিক জিনিসগুলো একই। তার থেকে বড় জিনিস একেকজনের একেকরকম বিশেষত্ব থাকে। দিনশেষে একই রকম কথাই ঘুরেফিরে আসে। দিনশেষে একই কথা ঘুরেফিরে আসে, এক্সিউকশনটা গুরুত্বপূর্ণ। চাপের মুখে কে কত ভালো করতে পারে। সেদিক থেকে হয়তো বড় বড় কোচরা সাহায্য করতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।