ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, অক্টোবর ১১, ২০২৫
একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে; যেখানে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা।

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। টস শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন, টস জিতলে তারাও ব্যাটিং বেছে নিতেন। বাংলাদেশের একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে।  তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে,  আল্লাহ মোহাম্মদ গজানফর, বশির আহমদ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, নুরুল হাসান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।