ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইয়াসির আলি নয়, খুলনার অধিনায়ক হোপ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, জানুয়ারি ৩১, ২০২৩
ইয়াসির আলি নয়, খুলনার অধিনায়ক হোপ ফাইল ছবি

সিলেট থেকে: বিপিএলের শুরুতে অনেকটা চমক হিসেবেই খুলনা টাইগার্সের অধিনায়কত্ব পেয়েছিলেন ইয়াসির আলি রাব্বি। দলে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল থাকলেও নেতৃত্বে ছিলেন না।

রাব্বির অধীনে খুব একটা ভালো করতে পারেনি খুলনা।  

এখন অবধি ৮ ম্যাচ খেলে কেবল ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে তারা। টুর্নামেন্টে নিজেদের নবম ম্যাচে এসে অধিনায়ক বদল করলো খুলনা টাইগার্স। ইয়াসিরের বদলে অধিনায়কত্ব দেওয়া হয়েছে ৩ ম্যাচ আগে দলের সঙ্গে যোগ দেওয়া শাই হোপকে।  

মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে টস করেছেন তিনি। টিম ম্যানেজম্যান্টের দেওয়া দলের তালিকাতেও অধিনায়ক করা হয়েছে হোপকে।

বিপিএলে নিজে ব্যাট হাতে দুয়েকটি ম্যাচে পারফর্ম করেছেন রাব্বি। ৯ ম্যাচ খেলে ১২০.৫১ স্ট্রাইক রেট ও ২৮.২০ গড়ে ১৪১ রান করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।