লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ ইতিহাস গড়লেন বাবর আজম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ৩০০০ রান পূর্ণ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
শান মাসুদের উইকেট পতনের পর ব্যাট করতে নামেন বাবর। মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল মাত্র তিন রান। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামির বলে ইনসাইড এজ হয়ে বল বাউন্ডারিতে গেলে ৪৯তম ওভারে পূর্ণ হয় তার ৩০০০ রান।
এই মাইলফলক স্পর্শ করে বাবর এখন এশিয়ার ব্যাটারদের তালিকায় সবার ওপরে। তার নিচে রয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল (২৮২৬), রিশভ পন্থ (২৭৩১), রোহিত শর্মা (২৭১৬) ও বিরাট কোহলি (২৬১৭)।
তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট, যিনি ইতিমধ্যে করেছেন ৬০০০ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৪২৭৮)।
তবে রেকর্ড স্পর্শ করলেও ব্যাট হাতে খুব বেশি সময় টিকতে পারেননি বাবর। ইনিংসের শুরুতে ১৪ বল খেলে তিনটি চার মেরেছিলেন, কিন্তু পরে সাইমন হ্যামারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ২৩ রানে। ঘরের মাঠে তার বাজে ফর্মের ধারাবাহিকতাই যেন অব্যাহত থাকল।
আরইউ