ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বাবর আজমকে নিয়ে মন্তব্যে বিতর্কে রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, অক্টোবর ১২, ২০২৫
বাবর আজমকে নিয়ে মন্তব্যে বিতর্কে রমিজ রাজা

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেই বিতর্কে জড়ালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। ধারাভাষ্য চলাকালীন মাইক্রোফোনের বাইরে করা একটি মন্তব্য ধরা পড়ে সম্প্রচারের অডিওতে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ঘটনাটি ঘটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের ৪৯তম ওভারের প্রথম বলের সময়। সে সময় বাবর আজমের রান ছিল মাত্র ১। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামির বলে ক্যাচ আউটের আবেদন মেনে তাকে আউট ঘোষণা করেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বাবর। ঠিক তখনই ধারাভাষ্য দিতে দিতে রমিজ রাজা বলে বসেন, “এই আউট, এখন নাটক করবে। ”

রমিজের এই মন্তব্য সরাসরি ধারাভাষ্যের মাইকে না শোনা গেলেও, মাঠের অডিও সিস্টেমে তা স্পষ্টভাবে ধরা পড়ে দর্শকদের কানে। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায়, বাবরের ব্যাটে কোনো বল লাগেনি। ফলে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত বদলে দেন, বাবরকে আউটের সিদ্ধান্ত থেকে রক্ষা করা হয়।

রমিজের মন্তব্যের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই এটিকে একজন ধারাভাষ্যকারের দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে সমালোচনা করেছেন।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।