ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জিতলে প্লে অফ, এ নিয়ে ভাবছেন না রংপুর কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
জিতলে প্লে অফ, এ নিয়ে ভাবছেন না রংপুর কোচ ছবি: শোয়েব মিথুন

বিপিএলে শুরুটা ভালোই হয়েছিল রংপুর রাইডার্সের। কিন্তু মাঝে কিছুটা খেই হারায়।

তবে শেষ তিন ম্যাচ জিতে প্লে-অফের খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে নুরুল হাসান সোহানরা।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। ম্যাচটি জিতলে নিশ্চিত হয়ে যাবে প্লে অফ খেলা। এসব নিয়ে অবশ্য ভাবছেন না দলের কোচ সোহেল ইসলাম। তিনি বলছেন, এগিয়ে যেতে চান প্রতি ম্যাচ হিসেবে।

বৃহস্পতিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘মাঠে তো যাই জেতার জন্য, জয়ের জন্যই যাওয়া। কালকের ম্যাচ জিতলে সুপার লিগে যাবো, ওভাবে চিন্তা করছি না। আমরা প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করছি, কীভাবে জেতা যায়। আশা করি জয়ের ধারা অব্যাহত রাখতে পারবো। ’

‘মানসিকভাবে আমরা এগিয়ে থাকবো। সবচেয়ে বড় কথা কালকের ম্যাচ না বিগত তিন ম্যাচ ভালো খেলছি। ভালো শেপে আছে ছেলেরা, আত্মবিশ্বাসও ভালো। আশা করছি আমাদের ফোকাস, রুটিন যে জায়গাগুলো ঠিক রাখবো। কালকে বিগত ম্যাচগুলো য়েভাবে খেলেছি  যে ফোকাস ছিল, মাঠের মধ্যে যে অ্যাপ্রোচ ছিল, সেটা ধরে রাখার চেষ্টা করবো। ’

পিএসএল খেলতে ধীরে ধীরে বিপিএল ছাড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। রংপুর রাইডার্সেরও বড় শক্তি শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফরা। তাদের চলে যাওয়া কি ধাক্কা হবে দলের জন্য?

সোহেল এ নিয়ে বলছিলেন, ‘অবশ্যই চিন্তার বিষয়, কিন্তু এটা নিয়ে আমরা সতর্ক ছিলাম যে পাকিস্তানি প্লেয়াররা চলে যাবে। পুরো টুর্নামেন্টজুড়ে কিছু প্লেয়ার ম্যাচ খেলবে, কয়েকজন কিছু ম্যাচ পর চলে যাবে। আমাদের ব্যাক আপে আছে কে গেলে তার রিপ্লেস কী হবে। এটা নিয়ে আমরা চিন্তিত না। ’

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।