ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন ডোনাল্ড

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন ডোনাল্ড

হেড কোচের দায়িত্ব ছেড়েছেন রাসেল ডমিঙ্গো। নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে চন্ডিকা হাথুরুসিংহেকে।

ব্যাটিং কোচ জেমি সিডন্সকে কাজে লাগানো হচ্ছে ‘এ’ দলের সঙ্গে। কোচিং স্টাফে এই রদবদলের ভেতর থেকে যাচ্ছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ অবধি চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অক্টোবর-নভেম্বরে ভারতে হবে এই টুর্নামেন্ট। ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়নের খবর জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

গত বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ডোনাল্ড। তখন তার সঙ্গে চুক্তি ছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ অবধি। পরে সেটি বাড়িয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত করা হয়।

এখন চলতি মাসেই আবারও বাংলাদেশে ফিরছেন ডোনাল্ড। পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এটিকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই কোচিং স্টাফদের ফেরার আশা করছে বিসিবি। ২৩ তারিখ থেকে শুরু হতে পারে ক্যাম্প।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।