ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সিরিজের ভাবনায় বাকি বিপিএলে নেই তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
ইংল্যান্ড সিরিজের ভাবনায় বাকি বিপিএলে নেই তামিম ফাইল ছবি

চোটে পড়ে খেলতে পারেননি ভারতের বিপক্ষে পুরো সিরিজ। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।

দল ছিটকে গেছে প্লে অফের দৌড় থেকে। এমন সময়ই মাথাচাড়া দিয়ে উঠেছে তামিমের পুরোনো ব্যথা। তাকে তাই বাকি বিপিএলে দেখা যাবে না।

চলতি মাসেই তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ওই সিরিজ ভাবনায় রেখে বিপিএলে আর খেলা হচ্ছে না তামিমের, এমনটি জানিয়েছেন বিপিএলে তার দল খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন।  

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তামিমের একটু সমস্যা আছে। ওর ব্যাক স্ট্রেইনে যে প্রবলেম ছিল, এজন্য ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে। এখন আবার একটু ভুগছে। আমাদের টিম ফিজিও, জাতীয় দলের ফিজিও জুলিয়ান আসছে, সেও আজ মাঠে আমার সঙ্গে কথা বলতে এসেছে। যেহেতু সামনে ইংল্যান্ড সিরিজ আছে, সেটা বড় কনসার্ন আমাদের। সেজন্যই তামিমকে ব্রেক দেওয়ার চিন্তা করেছি, খেললে হয়তো আরও খারাপ হতে পারে। ’

‘যদিও ফ্র্যাঞ্চাইজির ব্যাপার, তারা পারিশ্রমিক দিয়ে নিয়েছে। তবে সবার আগে দেশ, আমাদের ফ্র্যাঞ্চাইজি মালিকরাও সেটা ভালোভাবে বুঝবেন। আমাদের ওয়ানডে দলের ক্যাপ্টেন, অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই বিপিএলের বাকি দুই ম্যাচে তাকে ব্রেক দেওয়া হয়েছে। ’ 

ইংল্যান্ড সিরিজ মাথায় রেখেই যে তামিমকে নিয়ে এমন সিদ্ধান্ত, সেটিও স্পষ্ট করেছেন সুজন, ‘ইংল্যান্ড সিরিজে তাকে নিয়ে যদি আশঙ্কা না থাকে, এজন্যেই মূলত ব্রেকটা। এমন না যে দশ ভাগ দিয়ে খেলবে। তামিম খেলতে তো হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলবে, ফিল্ডিং করতে হবে বিশ ওভার, ডাইভ দিতে হবে। তবে পরিস্থিতি যদি অন্য হতো তামিমও হয়তো তখন অন্যভাবে চিন্তা করত। এখন ওর সুযোগ নেই বিপিএলে, তাই ব্রেক দেওয়াটা জরুরি। ’ 

এবারের বিপিএলে এখন অবধি ১০ ম্যাচে মাঠে নেমেছেন তামিম ইকবাল। ৩৩.৫৫ গড় ও ১২২.২৬ স্ট্রাইক রেটে ৩০২ রান করেছেন তিনি। খুলনা টাইগার্সের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন এই ওপেনার।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।