ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নাভিনকে নিয়ে এলো রংপুর রাইডার্স

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
নাভিনকে নিয়ে এলো রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন চলছে আসা-যাওয়ার মিছিল। রংপুর রাইডার্স এবার নিয়ে এসেছে নাভিন উল হককে।

রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হককে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। পরে তাদের ছেড়ে দেয় দলটি। এবার তাদের নিয়েছে রংপুর রাইডার্স।

নাভিনের আগেই গুরবাজের সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স। এরই মধ্যে একটি ম্যাচ খেলেও ফেলেছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নাভিনকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে রংপুর।

আগামী শুক্রবার কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে রংপুর। এই ম্যাচেই মাঠে দেখা যেতে পারে নাভিনকে। ইতোমধ্যে এই আফগান পেসার বাংলাদেশে পা রেখেছেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেই দল ছেড়ে গেছেন হারিস রউফ। তার বিকল্প হিসেবে দলে ভেড়ানো হয়েছে নাভিনকে।  

বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।