ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ‘ব্রেইন’ পছন্দ দক্ষিণ আফ্রিকার লিন্ডের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
সাকিবের ‘ব্রেইন’ পছন্দ দক্ষিণ আফ্রিকার লিন্ডের

জন্ম ও বেড়ে উঠা দুটোই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। দেশের হয়ে জাতীয় দলের জার্সিও গায়ে তুলেছেন।

খেলেছেন ৩ টেস্ট, দুই ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি ম্যাচ। জর্জ লিন্ডে অবশ্য এবারই প্রথমবার এলেন বাংলাদেশে। বিপিএলে খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।  

বহু দূরের দক্ষিণ আফ্রিকায় বসেও অবশ্য লিন্ডের পছন্দের তালিকায় ঢুকে গেছেন বাংলাদেশের একজন। এ দেশের ক্রিকেট নিয়মিতই অনুসরণ করেন বলেও জানালেন সিলেট স্ট্রাইকার্সের এই ক্রিকেটার।  

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি অনুসরণ করি। আমি অনেক ক্রিকেটারকেই অনেক অনুসরণ করি আসলে। অন্য খেলোয়াড়দের সম্পর্কে অনেক জানি। অনেক অনুসরণ করি। সত্যি বলতে এই লিগ দেখে খুবই পছন্দ হয়েছে আমার। দেখে মনে হচ্ছে খুবই কঠিন। ’

বাংলাদেশের পছন্দের ক্রিকেটারের কথা জানিয়ে লিন্ডে বলছিলেন, ‘সাকিব আল হাসানকে সবসময়ই পছন্দ করি, সে আমার ফেভারিট। বেড়ে উঠার সময় তাকে দেখেছি। সম্ভবত সে ই আমার ফেভারিট। ’  

বিপিএলে এখনও টিকে আছে ফরচুন বরিশাল। সাকিব আল হাসান দলটির নিয়মিত অধিনায়কও। লিন্ডের সঙ্গে তার দেখা হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। দেখা হলে কি কিছু বলবেন?

লিন্ডে বলেছেন, ‘আমার খুব বেশি কিছু বলার নেই। আমি তার যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, ব্রেইন। একটা নির্দিষ্ট সময়ে সে যা ভাবে...। আমার মনে হয় আমরা একই ধরনের ভূমিকা পালন করি ক্রিকেটে। ’ 

এসএটি-টোয়েন্টি খেলে এসেছেন লিন্ডে। এরপর উড়াল দিয়ে চলে এসেছেন পৃথিবীর আরেক প্রান্তের বাংলাদেশে। দুবাইয়েও চলছে টি-টোয়েন্টি লিগ। সব মিলিয়ে কি ক্রিকেটটা একটু বেশিই হয়ে যাচ্ছে? লিন্ডে অবশ্য বলছেন, যত বেশি সম্ভব ক্রিকেটটা খেলতে চান তিনি।  

লিন্ডে বলেন, ‘আমার মনে হয় কিছু মানুষ ভাবে না যে অনেক ক্রিকেট হচ্ছে। আমি যত বেশি সম্ভব ক্রিকেট খেলতে চাই। আমার জন্য, যথেষ্ট ক্রিকেট খেলি না। আমি জীবনের প্রতিটা দিন ক্রিকেট খেলতে চাই। ক্রিকেট ভালোবাসি, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি আরও বেশি খেলতে চাই। অন্যরা হয়তো আলাদা কিছু ভাবে। ’

বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।