ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের সমাপনী অনুষ্ঠান মাতাবেন জেমস-ওয়ারফেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
বিপিএলের সমাপনী অনুষ্ঠান মাতাবেন জেমস-ওয়ারফেজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। ডিআরএস থেকে শুরু করে আম্পায়ারদের বাজে সিদ্ধান্ত; সবকিছু নিয়েই সমালোচনা ছিল তুঙ্গে।

তবে সব সমালোচনা ছাপিয়ে সমাপনী অনুষ্ঠানে চমক দেখাতে যাচ্ছে বিসিবি।

আগামী ১৬ ফেব্রুয়ারি শেষ হবে এবারের বিপিএল। শেষদিনে জাঁকজমকপূর্ণ এক সমাপনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যেখানে পারফর্ম করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ। আজ (সোমবার) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।  

গণমাধ্যমকে সুজন বলেন, ‘চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন। ’

কয়েকবার বাহির থেকে তারকাদের পারফর্ম করতে এনেছিল বিসিবি। এবার সেটা হবে কিনা তার উত্তরে সুজন বলেন, ‘এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্পেশালি বর্তমান সার্বিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যারা এবার জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটাই চাচ্ছি। ’

এছাড়া ফাইনালে আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে জানিয়ে সুজন বলেন, ‘আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। শুরু হবে ৩.৩০ থেকে। ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো। ’

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।