ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরাজ-কনওয়েকে টপকে মাসসেরা শুভমান গিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
সিরাজ-কনওয়েকে টপকে মাসসেরা শুভমান গিল

আইসিসির মাস সেরা ক্রিকেটারের তালিকায় প্রথমবার জায়গা করে নিয়েছিলেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। আর প্রথমবারেই স্বদেশি মোহাম্মদ সিরাজ ও নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে পেছনে ফেলে নির্বাচিত হলেন সেরা ক্রিকেটার হিসেবে।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করে সেরার পুরস্কার পান গিল। ২০২৩ সালের প্রথম এই মাসে ওয়ানডেতে ১১৩.৪০ গড়ে তিনি করেন ৫৬৭ রান। এছাড়া টি-টোয়েন্টিতে করেন ৭৬ রান। গত মাসে তিনি শতক হাঁকান তিনটি। যেখানে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে।  

নিউজিল্যান্ডের বিপক্ষে সেই দুর্দান্ত ২০৮ রানের ইনিংস খেলতে গিলের লাগে ১৪৯ বল। ৯ ছক্কা ও ১৯ চারে ইনিংসটি সাজান তিনি। তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলেন শতরান ছাড়ানো ইনিংস। ৭৮ বলে করেন ১১২ রান। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ৯৭ বলে তিনি খেলেন ১১৬ রানের ইনিংস। দুর্দান্ত এই পারফরম্যান্সের দরুণ জিতে নেন মাসসেরার পুরস্কার।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।