ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অল্পতেই ফিরে গেলেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
অল্পতেই ফিরে গেলেন লিটন

ওয়ানডে সিরিজে হাসেনি তার ব্যাট। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একই দশা।

দ্বিতীয় ম্যাচেও ভাগ্য বদলাতে পারলেন না লিটন দাস। এবারও অল্পতেই ফিরতে হলো তাকে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম দুই ওভারে ১৫ রান এলেও তৃতীয় ওভারেই পথ হারিয়ে বসে উদ্বোধনী জুটি। স্যাম কারানের শর্ট বল আকাশে তুলে মারেন লিটন। কিন্তু তা চলে যায় ফিল সল্টের হাতে। ফলে ৯ বলে ৯ রান করেই সাজঘরে ফিরতে হয় ডানহাতি এই ব্যাটারকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান। ৩ রান করা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭ রানে ব্যাট করছেন রনি তালুকদার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১১৮ রানের এই লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি করে শিকার সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩

এএইচএস

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।