ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজারি ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজারি ক্লাবে মুশফিক

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। তার আগে এই অর্জনে নাম লিখিয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

আজ শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ হাজারি ক্লাবে প্রবেশ করেন মুশফিক। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার সময় ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। এখন পর্যন্ত ৪৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তার সংগ্রহ ১৪ হাজার ৪৩ রান। ব্যাটিং গড় ৩৪.১৬; সেঞ্চুরি ১৯টি, ফিফটি ৭৫টি।  

বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক রানের তালিকায় শীর্ষে আছেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে ১৫ হাজার রানের কীর্তিও আছে তার। ৩৮১ ম্যাচে তার রানসংখ্যা ১৫ হাজার ৪৫; গড় ৩৫.৪৮। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি আছে ২৫টি এবং ফিফটি ৯৩টি।  

তালিকার তিনে থাকা সাকিব আল হাসানের মোট আন্তর্জাতিক রানসংখ্যা ১৩ হাজার ৮৮৫। ম্যাচ খেলেছেন ৪১১টি, ব্যাটিং গড় ৩৪.৭১। ব্যাট হাতে তার মোট সেঞ্চুরি ১৪টি এবং ফিফটি আছে ৯৬টি।  

মুশফিকের মাইলফলক স্পর্শ করার ম্যাচে আজ ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আইরিশদের ছুড়ে দেওয়া ১৩৯ রানের লক্ষ্য স্বাগতিকরা পেরিয়ে যায় ৩ উইকেট হারিয়ে।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।