ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলা ভালো, মত পাপনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলা ভালো, মত পাপনের সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি প্রধান/ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ থেকে এবার তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন আইপিএলে খেলার। কিন্তু তাদের ছাড়পত্র নিয়ে চলে নানা নাটক।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় ছাড়পত্র পাননি লিটন দাস ও সাকিব আল হাসান। সাদা পোশাকে না খেলায় ইতোমধ্যেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান।  

এর মধ্যে আবার সাকিব নিজের নাম সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। সাকিব পারিবারিক কারণ দেখালেও জানা গেছে কলকাতা নাইট রাইডার্সের চাওয়াতেই এমনটি করেছেন তিনি। এ নিয়ে বিসিবির প্রতি অসন্তোষও জানিয়েছেন অনেকে। তবে পাপন বলছেন, শুরুর অবস্থানেই আছেন তারা।  

শুক্রবার মিরপুরে তিনি বলেছেন, ‘টেস্টের অধিনায়ক, সহ-অধিনায়ক দুজনকেই ছেড়ে দেবেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এরপর আমি একটা কথা বলেছিলাম আপনাদের- এর আগে জিজ্ঞেস করেছিলেন, খেলাবে তো? না খেলে ওখানে গিয়ে বসে থাকা; এর চেয়ে কি দেশের জন্য খেলাটা ভালো না?’

‘আমাদের সঙ্গে এটা নিয়ে কোনো দ্বিধা নেই। লিটন-সাকিবকে তো ছাড়া আছেই, ছাড়লাম না কখন। প্রায়ই এই কথা শুনছি আজ থেকে তিন মাস আগে, আইপিএল শুরু হওয়ার তিন মাস আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। জিনিসটাতে কনফিউশনের কোনো সুযোগ নেই এখানে। ’ 

এ সময় পুরোপুরি প্রক্রিয়া জানিয়ে পাপন বলেন, ‘আমাদের কাছে চেয়েছে কতগুলো খেলোয়াড়ের নাম দিয়ে। এখানে যে কটা ক্রিকেটারকে নিয়েছে এর বাইরেও ছিল কিন্তু এবং বলেছে ওরা কখন কখন এভেইলেবল। আমরা ওদের নির্দিষ্ট করে ইন্ডিভিজ্যুয়ালের পাশে ডেট দিয়ে বলে দিয়েছি কে কখন এভেইলেবল। ’

‘এতে করে উদাহরণস্বরূপ সাকিব-লিটন এরা দুজন এখানে দুইটা ম্যাচ ওখানে তিনটা ম্যাচ; পাঁচটা ম্যাচ মিস করবে। এটা জেনেই তাদেরকে নিয়েছে। পাঁচটা ম্যাচের জন্য তাদেরকে নেয় নাই। পাঁচটাসহ নিলে ওদের দাম তো আরও বাড়তেও পারতো। এখনও তাই আছে আমাদের। ’

পরে আইপিএলের পক্ষ থেকে সময় বাড়ানোর কোনো আবেদন করা হয়নি জানিয়ে পাপন বলেন, ‘এমন কোনো ব্যাপার হয়নি কখনো আইপিএলে যেটা বলেছি সেটা করিনি বা খেলোয়াড়দের যেটা বলেছি করিনি। আইপিএলও কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি সময়টা কি বদলানো যায় কি না। আলাপই তো হয়নি। কোথাও কোনো ফাঁক নেই। ’

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।