ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের হয়ে একদিন বিশ্বকাপ আনব: হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
বাংলাদেশের হয়ে একদিন বিশ্বকাপ আনব: হৃদয় ফাইল ছবি

তাওহিদ হৃদয়ের সময়টা যেন কাটছে স্বপ্নের মতো। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই অভিষেক হয়ে গেছে।

দারুণ খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। বৃহস্পতিবার প্রাইম ব্যাংককে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ম্যাচটিতে ৬ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে ৯৮ রানের ইনিংস খেলেছেন হৃদয়, হয়েছেন ম্যাচসেরা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডানহাতি এই ব্যাটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার স্বপ্ন দেখিয়েছেন জাতীয় দলের হয়েও বিশ্বকাপ জেতার।  

তিনি বলেন, ‘এখন আমাদের সবার ওপর প্রত্যাশা আছে। আমি মনে করি যে শুধু আমরা না, আমাদের নিচে থেকে বা উপরে যারা সিনিয়র খেলোয়াড় আছে, প্রত্যেকের সামর্থ্য আছে দেশের জন্য ভালো কিছু করার। আমি মনে করি যে, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের হয়ে একদিন বিশ্বকাপ নিয়ে আসব। ’

জাতীয় দলের আত্মবিশ্বাস কি ঘরোয়া লিগেও কাজে লাগছে? এমন প্রশ্নের উত্তরে হৃদয় বলেন, ‘আত্মবিশ্বাস বলতে আমি চেষ্টা করছি যতটুকু আমার দলের জন্য অবদান রাখা যায়। আত্মবিশ্বাসী আছি, ইতিবাচকও আছি। চেষ্টা করছি যদি আমি থিতু হই আমার দলের জন্য যতটুকু অবদান রাখা যায়। দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। ’

গত বিপিএল থেকে হৃদয়ের পুনরুত্থানের শুরু। এখন তিনি রীতিমতো বড় তারকা। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর এবারই প্রথম ঈদ আসছে। এবার কি একটু আলাদা এই উৎসব?

হৃদয় বলেন, ‘না, এর আগেও বলেছি আমার কাছে সব স্বাভাবিক। যেটা রিজিকে আছে সেটাই হবে। সবসময় চেষ্টা করি যতটুকু স্বাভাবিক থাকা যায়। ’ 

বাংলাদেশ সময় : ২০২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।