ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গলে দ্বিতীয় দিনেও লঙ্কানদের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
গলে দ্বিতীয় দিনেও লঙ্কানদের দাপট

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে গল টেস্টে দাপট দেখাল শ্রীলঙ্কা। পাচ্ছে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস।

প্রথম দিনেই শতক হাঁকিয়েছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস। আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন দীনেশ চান্ডিমাল ও সাদিরা সামারাবিক্রমাও। চার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

এরপর আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধ্বংসযজ্ঞ চালান প্রভাত জয়সুরিয়া। তার স্পিন ফাঁদে পড়ে ৭ উইকেটে ১১৭ রান নিয়ে দিন শেষ করে আইরিশরা। ৪২ রান দিয়ে জয়সুরিয়া একাই নেন ৫ উইকেট।

করুণারত্নের ১৭৯ ও মেন্ডিসের ১৪০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ৩৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় দিনে ৪০৮ রানের মাথায় ৬ উইকেট হারায় তারা। এরপর সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৮৩ রানের জুটি গড়েন দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমা। চান্ডিমাল ১৫৫ বলে ১২ চারে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন। পাঁচ বছর পর টেস্ট দলে ফিরে সামারাবিক্রমা খেলেন অপরাজিত ১০৪ রানের ইনিংস।  

সামারাবিক্রমা সেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই দলীয় ৫৯১ রানে ইনিংস ঘোষণা করে দেয়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।