ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ ও বিশ্বকাপ: নিজেদের ‘সীমাবদ্ধতার’ কথা বলছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মে ২, ২০২৩
এশিয়া কাপ ও বিশ্বকাপ: নিজেদের ‘সীমাবদ্ধতার’ কথা বলছে বিসিবি

এবারের এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। কিন্তু দেশটিতে খেলতে রাজি নয় ভারত।

এ নিয়ে দুটানা এখনও কাটেনি। নিশ্চিত হওয়া যায়নি কোথায় হবে এবারের আসর। এর মধ্যে গুঞ্জন ছড়িয়েছে এশিয়া কাপ নাকি এবার হবেই না। ওই সময়ে পাঁচটি দেশকে নিয়ে আলাদা টুর্নামেন্ট করবে ভারত।  

বিশ্বকাপের ঠিক আগেই হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। কিন্তু আদৌ কি সেটি মাঠে গড়াবে? হলেও বা কোথায়? এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছেন তাদের সীমাবদ্ধতার কথা।

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এশিয়া কাপের পুরো বিষয়টাই দেখছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এখানে বিসিবির কথা বলার ক্ষমতা খুবই লিমিটেড। আমরা এশিয়া কাপের অন্যতম একটা অংশগ্রহণকারী দেশ। আমাদের অবস্থান এইটুকুই। এসিসি সিদ্ধান্ত নেবে, যেখানে সিদ্ধান্ত নেবে, আমরা এশিয়া কাপে অংশগ্রহণ করবো। ’

অক্টোবরে ভারতে হওয়ার কথা রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। মাস চারেক বাকি থাকলেও এখনও সূচি প্রকাশিত হয়নি এই টুর্নামেন্টের। বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও কয়েক দিন আগে জানিয়েছেন, সূচি পেলে ভালো হতো তাদের জন্য। তবে এ ব্যাপারেও নিজেদের সীমাবদ্ধতার কথাই বলছে বিসিবি।

তিনি বলেন, ‘এটা আইসিসির ব্যাপার। আইসিসি বিষয়টা দেখছে। তাদের যে চ্যালেঞ্জগুলো, সেগুলো তারা মুখোমুখি হবে। এখানে আমাদের বলার বা ভূমিকা রাখার সুযোগ খুব কম। আমরা অংশগ্রহণকারীদের একজন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। যেহেতু এশিয়াতে বিশ্বকাপের মতো ইভেন্টটা হচ্ছে, সেজন্য সূচিটা এখন দিতে পারলে ভালো হতো। আমাদের চেয়েও বেশি চ্যালেঞ্জিং হবে, অন্যান্য কন্ডিশন থেকে যারা আসে তাদের জন্য। আমরা আসলে এটা নিয়ে এখন চিন্তা করছি না। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মে ০২, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।