ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শাকিলের আগে যে ইতিহাস কেউ গড়তে পারেননি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
শাকিলের আগে যে ইতিহাস কেউ গড়তে পারেননি

অভিষেকের পর থেকেই ব্যাট হাতে অসাধারণ ছন্দে আছেন সাউদ শাকিল। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি।

হয়েছেন ম্যাচসেরা ক্রিকেটার। দ্বিতীয় টেস্টেও পেয়েছেন ফিফটির দেখা। তাতে এক বিশ্ব রেকর্ডই গড়লেন বাঁহাতি এই ব্যাটার। যেই ইতিহাসে নাম নেই বিশ্বের আর কোনো ব্যাটারের।

নিজের প্রথম সাত টেস্টে ফিফটি করা প্রথম ব্যাটার শাকিল। রাওয়ালপিন্ডিতে গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তার। অভিষেকের প্রথম ইনিংসে ৩৭ রান করলেও, দ্বিতীয় ইনিংসে খেলেন ৭৬ রানের ইনিংস।  

পরের পাঁচ টেস্টে শাকিলের রান সংখ্যা যথাক্রমে ৬৩-৯৪, ২৩-৫৩, ২২-৫৫*, ১২৫*-৩২, ২০৮*-৩০। এছাড়া আজ লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৭ রান করেন তিনি। সবমিলিয়ে ৭ টেস্টে ১৩ ইনিংসে ৮৭.৫০ গড়ে ৮৭৫ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার।

শাকিলের আগে প্রথম ছয় টেস্টে ফিফটি হাঁকানোর নজির আছে ভারতের সুনীল গাভাস্কার, পাকিস্তানের সাইদ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফের।  

এদিকে কলম্বো টেস্টে আজ তৃতীয় দিনে চা বিরতির আগ পর্যন্ত ৪ উইকেটে ৩৯৭ রান করেছে পাকিস্তান। লিড নিয়েছে ২৩১ রানের।  ওপেনার আব্দুল্লাহ শফিক ১৯০ ও আগা সালমান অপরাজিত আছেন ২৮ রানে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।