টানা নয় ম্যাচে টস হারার পর অবশেষে ভাগ্য ফিরল লিটন কুমার দাসের। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
টসের পর লিটন বলেন, উইকেট দেখে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। তবে সেটি তার কাছে ভালো মনে হয়েছে এবং ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে ১৪০ রানের মধ্যে আটকে রাখতে চান তারা। অপরদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছেন, আগে ব্যাটিং অথবা বোলিং হোক, দুই ক্ষেত্রেই তারা প্রস্তুত।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজজয়ী একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলামকে বাদ দিয়ে একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। এ ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণে থাকছেন তিন পেসার তাসকিন, মুস্তাফিজ ও তানজিম হাসান। পাশাপাশি দুই স্পিনিং অলরাউন্ডার হিসেবে খেলছেন শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। প্রয়োজনে হাত ঘোরাতে পারেন শামীম হোসেনও।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
আরইউ