বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) ক্রিকেট টুর্নামেন্টে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি শেষমেশ বাতিল করা হয়েছে। ভারতীয় লিজেন্ড ক্রিকেটারদের পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোর পরই এই সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ।
এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ডব্লিউসিএল কর্তৃপক্ষ জানায়, ‘পাকিস্তান হকি দলের ভারত সফর এবং সাম্প্রতিক ভলিবল ম্যাচ দেখে আমরা আশাবাদী ছিলাম—ক্রিকেটের মাধ্যমে ভারত-পাকিস্তানের পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনা যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে অনেকের অনুভূতিতে আঘাত লাগায় আমরা দুঃখিত। তাই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। ’
ভারতীয় লিজেন্ডস দলের নেতৃত্বে রয়েছেন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। দলে ছিলেন শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না, রবিন উথাপ্পা ও বরুণ অরুন। কিন্তু এই দলের বেশ কয়েকজন সদস্য পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে রাজি হননি।
এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটেও ভারতীয় ক্রিকেটারদের অবস্থান আরও দৃঢ় হয়।
শিখর ধাওয়ান বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচে অংশ নিচ্ছি না। এই সিদ্ধান্ত আমি ১১ মে-তেই ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও পেহেলগাম হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছি। ’
তিনি আরও বলেন, ‘আমাদের এই অবস্থানকে বুঝে নেওয়ার জন্য এবং সম্মান জানিয়ে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় আমরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। ’
শুধু ধাওয়ানই নন, সুরেশ রায়নাও একই অবস্থান নেন। আরও কয়েকজন ক্রিকেটারও ব্যক্তিগতভাবে ম্যাচে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
২০২৫ সালের এই ডব্লিউসিএল টুর্নামেন্ট ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলবে। ইংল্যান্ডের বার্মিংহাম, লেস্টার, লিডস ও নরথ্যাম্পটনে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটাররা।
এমএইচএম