ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, জুলাই ২০, ২০২৫
পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাসগড়া টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নিজেদের মাঠে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। দারুণ বোলিংয়ে এদিন সফরকারীদের স্রেফ ১১০ রানে গুটিয়ে দেন বোলাররা।

এরপর ব্যাট হাতে লড়েন পারভেজ হোসেন ইমন। পঞ্চাশ পূর্ণ করে জেতান দলকে।  

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটাররা। কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। জবাব দিতে নেমে ২৭ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে ফেলে বাংলাদেশ।  

ম্যাচের দ্বিতীয় ওভারে ওপেনার সাইম আইয়ুবকে (৬) ফিরিয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। পরের ওভারে তিনে নামা মোহাম্মদ হারিসকে (৪) ফেরান মাহেদি হাসান। অধিনায়ক সালমান আলি আগাও পারেননি টিকতে। তানজিম হাসান সাকিবের বল লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্রেফ ৩ রানে। ষষ্ঠ ওভারে শূন্য রানে ফেরেন হাসান নওয়াজও।  

ছয়ে নামা মোহাম্মদ নওয়াজ ৩ রান করে রান আউট হন। লড়তে থাকা ফখর জামান যদিও ফিফটির দিকে এগোচ্ছিলেন। তবে পারেননি পূর্ণ করতে। রান আউট হয়ে ৩৪ বলে ৪৪ রান করে ফেরেন তিনি। সপ্তম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি। কিন্তু সপ্তদশ ওভারে খুশদিলকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভেঙে দেন মোস্তাফিজুর রহমান।  

১১০ রানে ৭ উইকেট হারিয়ে শেষ ওভার খেলার প্রস্তুতি নেয় পাকিস্তান। তবে প্রথম বলেই ফাহিম আশরাফকে ফেরান তাসকিন। দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন সালমান মির্জা। আর তৃতীয় বলে আব্বাসকে ২২ রানে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন তাসকিন। ৩.৩ ওভার বোলিং করে ২২ রান খরচায় ৩ উইকেট নেন বাংলাদেশি এই পেসার।  

আর ৪ ওভারে স্রেফ ৬ রান দিয়ে দুই উইকেট শিকার করে রেকর্ড গড়েন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেও বাংলাদেশি এখন তিনি। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

রান তাড়ায় নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। ১ রানে বিদায় নেন স্বাগতিক অধিনায়ক। তবে তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়ে এই ধাক্কা সামলে নেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। ৬২ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা।  

ত্রয়োদশ ওভারে হৃদয়কে বোল্ড করে এই জুটি ভাঙেন আব্বাস আফ্রিদি। ৩৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে বিদায় নেন বাংলাদেশি ব্যাটার। এরপর জাকেরকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন ইমন। ৩৪ বলে পঞ্চাশ পূর্ণ করে তিনি অপরাজিত থাকেন ৫৬ রানে। তার ৩৯ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৫ ছক্কায়। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন জাকের আলি অনিক।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।