ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের সঙ্গে কোচের দূরত্ব থাকবে না, আশা বিসিবির

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
তামিমের সঙ্গে কোচের দূরত্ব থাকবে না, আশা বিসিবির

দীর্ঘ বিরতি কাটিয়ে তামিম ইকবাল ফিরেছেন অনুশীলনে। পিঠের চোটের চিকিৎসা নিতে লন্ডনে গিয়ে ইনজেকশন নেন ওয়ানডে দলের সাবেক অধিনায়ক।

এরপর ফিরে দুই সপ্তাহ বিশ্রাম শেষে রোববার প্রথমবারের মতো করেছেন অনুশীলনে। যদিও সেটি ছিল কেবল ১৫ মিনিটের। এই সময়ে থ্রোয়ারের বল খেলেছেন তামিম।  

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে অভিজ্ঞ ওপেনারের  ফরার কথা রয়েছে জাতীয় দলে। ম্যাচ খেলে ফিট কি না সেটি দেখবেন, আফগানিস্তান সিরিজের আগে তামিমের এমন মন্তব্যে চটেছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এখন কি ওই দূরত্বে কোনো সমস্যার তৈরি হবে?

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস রোববার এ নিয়ে বলেন, ‘তামিম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা জাতীয় দলের খেলোয়াড়। এটা আমাদের সবারই একটা চিন্তা, আমি একা না। ক্রিকেট অপারেন্স না এটা পুরো বোর্ডের চিন্তা। আমরা সবাই চাই যে, তামিম আবার আগের মতো ফিরুক। হ্যাঁ, সে বড় একটা ইনজুরি কাটিয়ে উঠছে। সবারই কিন্তু একই কামনা। ’

‘সবাই কিন্তু তাকে সমর্থন দিচ্ছে, শুধু ক্রিকেট অপারেশন্সই না। আমাদের মাননীয় প্রেসিডেন্ট (বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন), উনি ফোন করছেন। ফিজিওদের সঙ্গে কথা বলছেন, হেড কোচের সঙ্গে কথা বলছেন। তার সব সময় খবর নিচ্ছেন। এখানে কোনো দূরত্ব নেই৷ এখানে কোনো দূরত্ব হয়েছে বলে আমার মনে হয় না। কিছুটা ভুল বুঝাবুঝি থাকে সব জায়গায়, দলের মধ্যেও থাকে। এটা বড় কোনো ইস্যু না। ’

তামিম দলে ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে বলেও বিশ্বাস জালালের। তিনি বলেন, ‘আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের দিক থেকে সবধরনের চেষ্টা থাকবে। আই থিংক দেয়ার উইল বি নো গ্যাপ। ’

তামিমের চোট নিয়ে এর আগে জলঘোলা হয়েছে অনেক। বিসিবির মেডিকেল বিভাগের দিকে আঙুল তুলেছিলেন তামিম নিজে। লন্ডনে অস্ত্রোপচারের বদলে তিনি বেছে নেন ইনজেকশনকে। ব্যথা কমিয়ে বিশ্বকাপেও খেলতে চান তিনি। অনুশীলনে ফেরা তামিমকে নিয়ে ভালো কিছুর আশা বিসিবিরও।

জালাল বলেন, ‘আমরা চাচ্ছিলাম (তামিম) যত তাড়াতাড়ি সম্ভব ফেরত আসুক। আমরা আগেই ক্যালকুলেট করেছিলাম যে ১৮-১৯ তারিখে ব্যাক করবে, এরপর ব্যাটিং শুরু করবে। সে তাড়াতাড়ি রিকভার করে জাতীয় দলে ফিরবে। আমরা আশা করি, সে ভালো করছে। ব্যাটিংয়ে নেমেছে, ইন্টেন্সিটি বাড়ানোর পরে বোঝা যাবে। ’

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।